নিজস্ব প্রতিবেদক :বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়েছে। গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় তীব্র ব্যথা নিয়ে দাঁতের চিকিৎসা নিতে হয়েছে তাকে। সেখানে ২০ মিনিট বসিয়ে রেখে কী চিকিৎসা করা হয়েছে, আমরা জানি না।
রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে আমরা বেগম জিয়ার যে ছবি দেখেছি সেটি ছিল তীব্র যন্ত্রণাক্লিষ্ট মানুষকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়ার ছবি।
তিনি বলেন, চার দেয়ালের মধ্যে কারারুদ্ধ অবস্থায় বিনা চিকিৎসায় তার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এখন তার অবস্থা জীবন-মৃত্যুর লড়াইয়ের মধ্যে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার নিয়ন্ত্রণহীন ব্লাড সুগার। জিহ্বার আলসারের কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে, যা দিনকে দিন আরো গুরুতর হচ্ছে। ফলে তিনি কিছুই খেতে পারছেন না। আর্থ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডার সমস্যার কারণে স্বাস্থ্যের আরো গুরুতর অবনতি ঘটছে। ঘাড়-মাথা সোজা রাখতে পারছেন না। কয়েক বছর আগে অপারেশন করা চোখ এবং হাঁটুর ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, শনিবার যখন পিজি হাসপাতালের কেবিন ব্লক থেকে হুইলচেয়ার থেকে নামিয়ে গাড়িতে তোলা হচ্ছিল, তখন দুইজনে ধরেও তাকে দাঁড় করাতে পারেনি। কষ্টে কাতরাচ্ছিলেন তিনি। হুইলচেয়ারেও বসতে পারছিলেন না, কাত হয়ে পড়ে যাচ্ছিলেন। টেলিভিশনের পর্দায় এই ভয়ঙ্কর অসুস্থতার দৃশ্য দেখার পর অশ্রুশিক্ত হয়েছেন অগণিত মানুষ।
বিএসএমএমইউর পক্ষ থেকে সরকারি বার্তাই জনগণের সামনে তুলে ধরা হয়েছে, অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বাস্তবে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন, কিন্তু সরকার সেটি অগ্রাহ্য করছে।