নিজস্ব প্রতিবেদক : বৈঠকে বসবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার সন্ধ্যায় এ বৈঠক হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ বৈঠক হবে।
রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মুক্তি ও সুচিকিৎসা, বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়, ডেঙ্গু ও রোহিঙ্গা ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে।