ক্রীড়া ডেস্ক : মিনি রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে আজ রোববার মাঠে নেমেছে বিসিবি একাদশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছত্তীসগঢ় স্টেট ক্রিকেট সংঘ।
সকালে টস জিতেন মুমিনুল হক। তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটিতে ১৫৪ রান তোলেন সাইফ হাসান ও জহুরুল ইসলাম। এই রানের মাথায় জহুরুল ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৬০টি রান। যা তিনি ১৩৪ বল খেলে ৭ চারে করেন।
এরপর মুমিনুল ও সাইফ হাসান দলীয় সংগ্রহকে টেনে নিতে থাকেন। অবশ্য সাইফ ব্যক্তিগত ৯২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ১৭২ বল খেলে ৬ চার ও ৫ ছক্কায় এই রান করেন তিনি। দলীয় ২৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বিসিবি একাদশ। ফিরে যান মুমিনুল। ৯৩ বলে ৬ চারে ৪৯ রান করে যান তিনি। ২৫০ রানের মাথায় ডাক মেরে ফিরেন সানজামুল ইসলাম।
এরপর ইয়াসির আলী চৌধুরী ও নাজমুল হোসেন শান্ত মিলে দিন শেষ করেন। ইয়াসির ১০৩ বল খেলে ৬ চারে ৫০ রানে অপরাজিত আছেন। শান্ত অবশ্য রানের খাতা খুলতে পারেননি। তারা দুজন আগামীকাল সোমবার আবার ব্যাট করতে নামবেন।