Home জাতীয় মেয়ের জিম্মা থেকে মাকে উদ্ধারে ছেলের রিট

মেয়ের জিম্মা থেকে মাকে উদ্ধারে ছেলের রিট

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তির লোভে ৭০ বছর বয়সী গুরুতর অসুস্থ ছায়াতুনন্নেছাকে তালাবদ্ধ করে রাখা মেয়ের কাছ থেকে উদ্ধারে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

রোববার হাইকোর্টের সংশিষ্ট শাখায় রিট আবেদন করেছেন বৃদ্ধার একমাত্র ছেলে মো. জাহিদ রহমান রুবেল।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

রিট আবেদনে ছায়াতুনন্নেছাকে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি গত ১৫ জুলাই ওই বৃদ্ধাকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে চিকিৎসা সেবার দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবরে করা আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পলিশ কমিশনার, নাজনীন বেগম রুচিসহ ৭ জনকে।

আইনজীবী জে আর খান রবিন বলেন, ‘ছায়াতুনন্নেছাকে তেজগাঁও এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে মাতৃছায়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে গত রমজান থেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রেখেছেন মেয়ে নাজনীন বেগম রুচি (৪০)। সেখানে তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়ার পর রাজী না হওয়ায় নির্যাতন করছেন রিটের বিবাদী রুচি। গুলশানের একটি স্কুলে চাকরি করেন রুচি। চাকরির উদ্দেশ্যে প্রতিদিন সকাল সাতটায় গুলশান যাওয়ার আগে মাকে নির্জন কক্ষে তালাবদ্ধ করে রেখে যান। তিনি বাসায় ফেরেন সন্ধ্যা ৭টায়।

গত রমজানে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বৃদ্ধার। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে না। তাদের পিতা লুৎফর রহমান ২০০৭ সালের ১২ জুলাই মারা যান। গত ৯ জুলাই রিট আবেদনকারী জাহিদ রহমান রুবেল মাকে দেখতে গেলে মাস্তান দিয়ে হত্যার হুমকি দেয় নাজনীন বেগম রুচি। এ ঘটনায় তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর গত ১৫ জুলাই পুলিশের মহা-পরিদর্শকসহ চারজনের বরাবরে আবেদন করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...