নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখড়ায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে রিফাত হোসেন (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে শনির আখড়ার দক্ষিণ শেখদি এলাকার ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রিফাত হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিফাতের বাবার নাম আইনুল হক। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করেন। পরিবার নিয়ে তিনি শনির আখড়ার স্বপন মৃধা সড়কের একটি বাসায় ভাড়া থাকেন।
নিহতের ভাই ইমন হোসেন জানান, দুপুরে মহসিনসহ স্থানীয় কয়েকজন জুনিয়রের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তারা রিফাতকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।
রিফাতের মৃত্যুর বিষয়টি নি্শ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।