Home দেশ আমার রিকশাচালক রফিকুলের স্বপ্নীল পদযাত্রা

রিকশাচালক রফিকুলের স্বপ্নীল পদযাত্রা

 

গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু প্রেমী রফিকুল ইসলাম পায়ে হেঁটে সুদুর রংপুর থেকে এখন গোপালগঞ্জে। বঙ্গবন্ধুর ত্যাগ ও স্বাধীনতা অর্জনের কথা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তার এ পদযাত্রা।

হেঁটে হেঁটে ১৯টি উপজেলায় একেঁছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও রোপণ করেছেন পরিবেশ বান্ধব কৃষ্ণচূড়া গাছ।

রংপুর শহরের তাজহাট বাবুপাড়া এলাকায় বাবা মোহাম্মদ আলী, স্ত্রী রশিদা বেগম, দুই মেয়ে ও তিন ছেলেকে তার সংসার ও বসবাস। পরিবারের ভার ছেলেদের হাতে দিয়ে স্বপ্নীল এই পদযাত্রায় ঘর থেকে বের হয়েছেন তিনি।

৫৯ বছর বয়সী রফিকুল ইসলাম পেশায় রিকশাচালক। তিনি বলেন, ‘১৯৬৮ সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাকে ওরা ফেলে দিতে চেয়েছিল ট্রেন থেকে। এরপর কোন রকমে বেঁচে ফিরি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর থেকেই আমি জাতির পিতার ভক্ত। মা-বাবার একমাত্র সন্তান হওয়ায় স্বাধীনতা যুদ্ধে যেতে পারিনি, এর আক্ষেপ আমাকে সবসময় তাড়া করে। আমি রিকশা চালানোর পাশাপাশি প্রেস শ্রমিক হিসেবে কাজ করতাম। সেই অভিজ্ঞতা থেকেই সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি অংকন করে আসছি।’

রংপুর জেলা প্রশাসকের অনুমতিপত্র নিয়ে গত ১৩ জুন নিজ এলাকা রংপুরের তাজহাট বাবুপাড়া বটতলা থেকে তিনি পদযাত্রা শুরু করেন।

 

এরপর তিনি রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহাজাদপুর, পাবনার বেড়া, সুজানগর থেকে নদী পার হয়ে রাজবাড়ীর পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, নগরকান্দা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী হয়ে শুক্রবার গোপালগঞ্জ শহরে পৌঁছেন। তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান, জাতির পিতার ছবি অংকন করেন ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন।

তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন। এরপর তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া, মাদারীপুরের রাজৈর, ভাঙ্গা, শিবচর হয়ে নদী পার হয়ে লৌহজং, সিরাদিখান, ঢাকার কেরানীগঞ্জ হয়ে ৪ আগস্ট গণভবনে পৌঁছবেন। বঙ্গবন্ধুর ছবি অংকন ও কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে এ পদযাত্রা শেষ করবেন বলে জানান তিনি।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘রফিকুল ইসলাম পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে বঙ্গবন্ধুর ছবি আঁকছেন এটা শুনে আমার খুব ভাল লেগেছে। আমাদের শিশু মনে বঙ্গবন্ধুকে আঁকা দরকার। তার যে প্রজ্ঞা, দেশের প্রতি ভালবাস তাতে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ার জন্য আমাদের সকলকে বঙ্গবন্ধুকে মনে রাখা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...