যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গার্লিক ফেস্টিভ্যালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো১২ জন।
আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার ভোরে) স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে আয়োজিত গার্লিক ফেস্টিভালে এ হামলা হয়। গিলরয় সিটি কাউন্সিলর ডিয়ন ব্রাকো হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় এ গার্লিক ফেস্টিভ্যাল বা রসুন উৎসব শুরু হয় ১৯৭৯ সালে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মকালীন খাবার উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এ উৎসব থকে স্থানীয় স্কুল, দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহ করা হয়ে থাকে।