ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ এমার্জিং নারী ক্রিকেট দল। পরের ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় বাংলাদেশ দল। আজ রোববার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ফাহিমা-নিগার সুলতানারা। জয় পেয়েছে ৯ উইকেটের ব্যবধানে। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ এমার্জিং নারী ক্রিকেট দল জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
আজ দক্ষিণ আফ্রিকার মেয়েরা প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। সেই রান তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অপরাজিত ৮৩ রান করেন শারমিন আক্তার। ১৩৭ বল খেলে ১০ চারে এই রান করেন তিনি। তার সঙ্গে অপরাজিত ৪৮ রান করেন নিগার সুলতানা। ৮৪ বল খেলে ৭ চারে এই রান করেন নিগার। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। একমাত্র ব্যাটার হিসেবে দলীয় ৭৫ রানের মাথায় আউট হন মুর্শিদা খাতুন। তার ব্যাট থেকে আসে ৩১ রান।
তার আগে বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন খাদিজাতুল কুবরা। ১টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। ম্যাচসেরা নির্বাচিত হন শারমিন আক্তার।
৩১ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে সফরকারী বাংলাদেশ দলের মেয়েরা।