Home জাতীয় নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত

নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত

 

ঢাকা: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নারী শিক্ষার প্রসার, লিঙ্গ বৈষম্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বময় সুবিদিত ও অনন্য।

সোমবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত ‘জেন্ডার, ওয়াটার অ্যান্ড এম্পাওয়ার্মেন্ট অ্যামাং রেডিমেট গার্মেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, এদেশে নারীর ক্ষমতায়নের জন্য শুধু শেখ হাসিনাই ভেবেছেন এবং সেই ভাবনার বাস্তব রূপায়ন করেছেন। তিনি মায়ের মমতায় ও ভগিনীর স্নেহে নারীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করেছেন। ফলে এদেশে সংসদের স্পিকার থেকে ‍শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে সেনাবাহিনীর মেজর জেলারেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে জেলা প্রশাসক, রাষ্ট্রদূত হতে পুলিশ সুপার- কোথায় নেই নারীর সফল ও সদর্প পদচারণা? নারীর এই অগ্রযাত্রা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছার কারণেই।

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বশেষ ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ রিপোর্ট উদ্বৃত করে বলেন, শত প্রতিকূলতা ও বাধা-বিপত্তি ডিঙিয়ে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বৈশ্বিক সূচকে পঞ্চম স্থানে রয়েছে।

শতভাগ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সবার জন্য নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা শেখ হাসিনার সরকারের লক্ষ্য জানিয়ে উপমন্ত্রী আরও বলেন, গার্মেন্ট কর্মীরা ও অন্যান্য শ্রমিকরা যেহেতু অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করেন, তাই তাদের কাছে পর্যাপ্ত বিশুদ্ধ ও সুপেয় পানি পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছি। আশা করি ২০৩০ সালের মধ্যেই সবার জন্য আমরা নিরাপদ স্যানিটেশন ও পর্যাপ্ত সুপেয় পানি সুবিধা নিশ্চিত করতে পারবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সুপার নিউমারারি অধ্যাপক এআই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল আহসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক সাদিয়া হক, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...