বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত গান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়’। গানটি নিয়ে এবার নির্মাণ হচ্ছে মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন। গানটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যপরিচালক ইমদাদুল হক খোকন। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন মিষ্টি মারিয়া। সম্প্রতি এফডিসিতে এর শুটিং সম্পন্ন হয়।
ইমদাদুল হক খোকন বলেন, ‘আমি নিজেই হুমায়ূন আহমেদ স্যারের একজন ভক্ত। সেই হিসেবে উনার যেকোনো কাজ করতে ভালো লাগে। সম্প্রতি এফডিসিতে ছবির শুটিং করেছি। কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে। কিছুদিনের মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। আশা করি, গানটির মতো ভিডিওচিত্রটিও সবার মন ছুঁয়ে যাবে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন মিষ্টি মারিয়া।’
এ বিষয়ে মিষ্টি মারিয়া বলেন, ‘এটা সত্যি অন্য রকম এক অনুভূতি। এমন একজন গুণী মানুষের গানে আমি অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। স্যারের লেখার অনেক বড় ভক্ত আমি। যে কারণে গানটিতে কাজ করতে গিয়ে অনেক বেশি ভালোলাগা কাজ করেছে। শুটিংয়ের সময় আমাকে টানা বৃষ্টির ভেতর ভিজতে হয়েছে। এর আগে টানা ভিজে কোনো কাজ করা হয়নি। প্রয়োজন হলে আমি আরো ভিজতাম। যদিও শুটিং শেষ হওয়ার পর কিছুটা জ্বরজ্বর লাগছে। তবে আনন্দটা সবকিছুকে দমিয়ে দিচ্ছে।’