রাজধানীর ধানমন্ডির উত্তর গ্রিণ রোড থেকে সিলেট কারা কর্তৃপক্ষের ডিআইজি পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে উদ্ধারকৃত ৮০ লাখ টাকা বিএনপির নেতাকর্মীদের দেয়া ঘুষ বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার দুপুরে শেরপুরের বন্যাকবলিত বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, জেলখানায় বেশিরভাগ লোক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের।