Home টপ নিউজ ১০০ ফুট ওপরে গ্রিল ধরে ঝুলে আছে গৃহকর্মী খাদিজা

১০০ ফুট ওপরে গ্রিল ধরে ঝুলে আছে গৃহকর্মী খাদিজা

১৫ তলা ভবনের ১০ তলার বারান্দার বাইরে তালাবদ্ধ গ্রিল ধরে ঝুলে আছে ভীতসন্ত্রস্ত কাজের মেয়ে খাদিজা || গৃহকর্ত্রীর নির্যাতনের ভয়াবহতা ‘মানবাধিকার নেত্রী’ লাভলী রহমানের ফ্ল্যাটের বারান্দার বাইরে মাটি থেকে অন্তত ১০০ ফুট ওপরে গ্রিল ধরে ঝুলে আছে গৃহকর্মী খাদিজা। হাত ছুটে গেলেই নির্ঘাত মৃত্যু। নিচে জড়ো হয়ে গেছে শত শত মানুষ। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন মেয়েটি যেন পড়ে না যায়।

ওই অবস্থায়ই মেয়েটিকে উদ্ধার না করে বকাঝকা করছেন গৃহকর্ত্রী লাভলী রহমান। এক পর্যায়ে খবর পেয়ে ছুটে আসে রমনা থানার পুলিশ। ভবনের নিচে পুলিশ ও অনেক লোক জড়ো হওয়ায় বারান্দার গ্রিলের তালা খুলে মেয়েটিকে ঘরে নেন গৃহকর্ত্রী। এর আগে মেয়েটি যখন ভীতসন্ত্রস্ত হয়ে গ্রিলে ঝুলছিল তখন ওই মানবাধিকার নেত্রী নিজে ভিতর থেকে গ্রিলের দরজায় তালা মেরে দেন। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে রাজধানীর কাকরাইলের সার্কিট হাউস রোডের ‘গাউছিয়া ডাইনেস্টি’ অ্যাপার্টমেন্টে। ১৫ তলা ভবনের দশম তলায় লাভলী রহমানের ফ্ল্যাট।

 

 

 

 

 

 

 

 

সেই ফ্ল্যাটেরই বারান্দার বাইরে গ্রিল ধরে ২০ মিনিটেরও বেশি সময় ধরে ঝুলছিল ১৪ বছরের গৃহকর্মী খাদিজা। এ সময় নিচ থেকে বার বার লাভলী রহমানকে ঘর থেকে বারান্দায় আসা-যাওয়া করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই নারীই (লাভলী রহমান) মেয়েটিকে বারান্দার বাইরে বের করে গ্রিলের দরজায় তালা মেরে ঘরের ভিতর চলে যান। কিছুক্ষণ পর এসে হাত উঁচিয়ে মেয়েটিকে কিছু একটা বলছিলেন। অনেক উঁচুতে হওয়ায় নিচ থেকে কথাগুলো শোনা যাচ্ছিল না।

তবে বকাঝকা করছিলেন তা বোঝা যাচ্ছিল। খবর পেয়ে একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে ছুটে যান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল ইসলাম। ভবনের দশম তলার (লিফটের ৯) ‘বি-১০’ নম্বর ফ্ল্যাটে গেলে লাভলী রহমান নির্বিকারভাবে দরজা খুলে দেন। তার আচরণে মনে হচ্ছিল যেন তেমন কিছুই হয়নি। জিজ্ঞাসাবাদ করলেও কোনো কিছুর উত্তর দেয়নি গৃহকর্মী খাদিজা। জহিরুল ইসলাম গতকাল রাতে বলেন, দুই গৃহকর্মীর মধ্যে ঝগড়ার জেরে এমনটা ঘটেছে বলে এখন পর্যন্ত জেনেছি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...