সময়ের কণ্ঠস্বর, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানো শোকের মাস আগস্ট এলেই জঙ্গি, নাশকতাকারী ও সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগস্ট মাস এলে আমাদের প্রিয় এই নেতাকে ঘিরেই বিপদের আশঙ্কা থাকে। কারণ এই সময় অশুভ তৎপরতা যারা চালায়, তারা জেগে ওঠে। আমাদের তাদের বিষয়ে সর্তক থাকতে হবে।
শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় যুবলীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে। আর এই শোকের মাস এলেই অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা কাজ করে আমাদের মধ্যে।
সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। পরিস্থিতি আশঙ্কাজনক। তবে নিয়ন্ত্রণের বাইরে নয়। ডেঙ্গু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত। ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবিলা করছে সরকার।