পেশাদারি ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। অবশ্য খুব বেশি দিন আর তাকে দেখা যাবে না খেলোয়াড়ের ভূমিকায়। এরপর? কোচিং পেশার দিকেই যাওয়ার ইচ্ছা স্প্যানিশ মিডফিল্ডারের।
আশৈশব ক্লাব বার্সেলোনা ছেড়ে জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন গত বছর। সেই ছোট্ট বয়সে কাতালান ক্লাবের যুব দলে যোগ দিয়ে সাফল্যের চূড়ায় উঠেছেন ইনিয়েস্তা। ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই, যেটা জেতেননি তিনি বার্সেলোনার হয়ে। শুধু কী ক্লাব ফুটবল, জাতীয় দল স্পেনেও ভেসেছেন শিরোপার ভেলায়। ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে বিশ্বকাপও জিতেছেন তিনি স্পেনের জার্সিতে।
সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন ধরা হয় ইনিয়েস্তাকে। তবে ৩৫ পেরিয়ে যাওয়া এই তারকাকে খুব বেশি দিন আর দেখা যাবে না পায়ের জাদু দেখাতে। বুট তুলে নিলেও ফুটবল থেকে দূরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তার। কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা তার।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত দিক থেকে যদি বলতে হয়, আমি কোচ হওয়ার চেষ্টা করব। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’ এই মুহূর্তে অবশ্য ফুটবল খেলার দিকেই তার মনোযোগ, ‘আজকের এই অবস্থায় দাঁড়িয়ে কোনও কিছু বলা কঠিন, কারণ আমরা এখনও উত্তেজনা ও ভালো লাগে ফুটবল খেলতে।’
অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। প্যারিস সেন্ত জার্মেই থেকে নেইমারকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। দুই তারকা সম্পর্কে ইনিয়েস্তার বক্তব্য, ‘দুজনই দারুণ খেলোয়াড়, কোনও সন্দেহ নেই। তবে আসল কথা হলো, দল (বার্সেলোনা) কিভাবে খেলবে এবং বার্সেলোনা কী চাইছে। ওরা দুজনই বিশ্বসেরা।’ মার্কা