Home টপ নিউজ বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার করা কৃত্রিম কিডনি এবছরেই বাজারে আসছে

বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার করা কৃত্রিম কিডনি এবছরেই বাজারে আসছে

বায়ো-ইঞ্জিনিয়ার ডঃ শুভ রায়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে বায়োইঞ্জিনিয়ারিং এন্ড থেরাপিউটিক সায়েন্স-এর শিক্ষক। তার আবিস্কৃত কৃত্রিম কিডনি আকারে মানুষের হাতের মুঠোর সমান। আসল কিডনি প্রতিস্থাপনের তুলনায় কৃত্রিম কিডনি বসানোর খরচও কম।

বাংলাদেশসহ সারাবিশ্বের প্রত্যেক বছর লাখ লাখ মানুষের মৃত্যু হয় কিডনির সংক্রান্ত বিভিন্ন অসুখে। কৃত্রিম কিডনি বাজারে এলে এ সংক্রান্ত অসুখে আক্রান্ত বিশ্বের লাখো মানুষের দুশ্চিন্তার দিন শেষ হবে।

ডঃ শুভ রায় প্রায় ১০ বছর আগে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ৪০ জন অধ্যাপক ও গবেষককে নিয়ে শুরু করেছিলেন কৃত্রিম কিডনি তৈরির কাজ। বিশিষ্ট নেফ্রোলজিস্ট উইলিয়াম এফ ফিসেলও ওই গবেষক দলে ছিলেন । নিরলস গবেষণা চলে দিনের পর দিন। এরিমধ্যে একদিন ডঃ শুভ রায় আবিষ্কার করেন, সিলিকন নির্মিত সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটি পর্দা। যা রক্ত নিখুঁত ভাবে ছেঁকে ফেলতে পারে। এভাবেই ৪১ জন বিজ্ঞানীর নিরলস পরিশ্রমে তৈরি হলো কৃত্রিম কিডনি। দেহের দুটি কিডনি রক্তস্রোত থেকে যেভাবে দূষিত পদার্থগুলিকে ছেঁকে নেয় তেমনি কৃত্রিম কিডনিও একইভাবে রক্ত শোধনের কাজ করতে পারে।

মানুষের দেহে কিডনি দুটি তলপেটের পিছনদিকে থাকে। সেখানেই যে কোনো একদিকে কফির কাপের মতো দেখতে কৃত্রিম কিডনি বসিয়ে দেয়া হবে। এরপর হৃদপিণ্ড থেকে আসা দূষিত রক্তকে ছেঁকে বিশুদ্ধ করে দিবে কৃত্রিম কিডনি। একইসঙ্গে কৃত্রিম কিডনি নজর রাখবে শরীরের গুরুত্বপূর্ণ হরমোনগুলির উৎপাদন ও ক্ষরণের ওপরে। আসল কিডনির মতই রক্ত শোধন ছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ  ও ভিটামিন ডি তৈরি করবে কৃত্রিম কিডনি।

আমেরিকার কয়েক হাজার রোগীর দেহে পরীক্ষামূলকভাবে এই কৃত্রিম কিডনি বসানো হয়। সে পরীক্ষা এখন সাফল্যের পথে। এখন ডঃ শুভ রায় ও তাঁর টিম কৃত্রিম কিডনি’র চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছেন। এ অনুমোদন আসছে হয়তো এ বছরের শেষেই। তারপর কৃত্রিম কিডনি বিশ্ব বাজারে আসতে আর বেশি সময় লাগবে না। কারণ এরিমধ্যে কৃত্রিম কিডনি দ্রুত উৎপাদনের পরিকাঠামোও তৈরি হয়ে গেছে।

কৃত্রিম কিডনির সঠিক দাম এখনও জানা যায়নি। তবে ডঃ শুভ রায় আশ্বস্ত করে বলেন যে, কিডনি রোগীর নিয়মিত ডায়ালিসিস, কিংবা  কিডনি প্রতিস্থাপনের মোটা অঙ্কের টাকার তুলনায় কৃত্রিম কিডনি বসানোর খরচ অনেক কম হবে।

ডঃ শুভ রায় এখন ব্যস্ত আছেন কৃত্রিম অগ্নাশয় তৈরির কাজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...