Home খেলা ১২ বছর খেলেও দায়িত্ব নিতে পারছি না, এটা হতাশার : তামিম

১২ বছর খেলেও দায়িত্ব নিতে পারছি না, এটা হতাশার : তামিম

 

৫ বলে ০, ৩১ বলে ১৯ এবং ৬ বলে- সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসা ইনিংসের তালিকা। অধিনায়ক তিন ম্যাচে মাত্র ৮.৩৩ গড়ে তামিম করেছেন ২৫ রান। তার ব্যাটিংয়ের এ চিত্র যেনো পুরো বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি।

শুধু তামিম নন, ব্যাট হাতে দায়িত্ব নিতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচে একাই লড়াই করেছন মুশফিকুর রহীম। বাকিদের ব্যাট হাসেনি, হয়নি কোনো বড় সংগ্রহ। যে কারণে তিন ম্যাচের একটিতেও ২৫০ রান করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে।

তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের কণ্ঠে তাই, দায়িত্ব নিতে না পারার হতাশা। সরাসরি জানিয়ে দিয়েছেন, এতদিন ধরে ক্রিকেট খেলেও দায়িত্ব নিতে পারায় তিনি হতাশ। একই মনোভাব পুরো দলের।

বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি দায়িত্বজ্ঞানই আসল। আমি ১২ বছর ক্রিকেট খেলেছি, বাকিরাও লম্বা সময় খেলে ফেলছে। কিন্তু যখন প্রয়োজন পড়ছে, তখন দায়িত্ব নিতে পারছি না। এটা হতাশার। আমাদের চিন্তা করতে হবে এবং ভালোভাবে ফিরে আসতে হবে।’

এসময় নিজের ব্যর্থতার ব্যাপারে বাঁহাতি এ ওপেনার বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমি নিজেকে বারবার তলানিতে নিয়ে গেছি। ব্যাপারটা এমন নয় যে আমি চেষ্টা করছি না। আমি নিজের সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। হয়তো এটা যথেষ্ট নয়। দুর্বলতাগুলো নিয়ে কাজ করতে হবে এবং নিজের সেরাটা খেলার প্রস্তুতি নিতে হবে।’

তিন ম্যাচে দলের প্রায় সবাই হতাশ করলেও, শেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে খারাপ করেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে খরচ করেছেন মাত্র ৩৫ রান, পরেরটায় ৩৪। এছাড়া ব্যাট হাতে শেষ ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংস।

তাইজুলের এমন পারফরম্যান্সকে সিরিজের একমাত্র ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ‘তাইজুলের পারফরম্যান্স সত্যিই ইতিবাচক একটা বিষয়। শেষ দুই ম্যাচে সে যেভাবে বোলিং করেছে, আমাদের ঠিক এমন কিছুরই প্রয়োজন ছিলো। এছাড়া বাকিসবই ছিলো নেতিবাচক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...