সকালের রশিদে বিকালে এক্স-রে করা হয় না, এক্স-রে করার পরের দিন বেলা ১১ টায় রিপোর্ট দেয়া হয়” কথাগুলো লেখা আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী এন্ড ইমেজিং বিভাগের এক্স-রে কাউন্টারে।
দুপুর ১ টায় আইসিইউ’তে ভর্তি প্যাসেন্টের “আর্জেন্ট” লেখা এমআরআই স্লিপ নিয়ে গেলে উনারা বললেন আজ আর হবে না, কাল সকালে আসতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাজারও অনিয়ম অবহেলার এই করুন চিত্রটির স্বাক্ষী হয়েও নিরুপায়..