Home খেলা আজ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় হবিবুর মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করে ।

আজ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় হবিবুর মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করে ।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় হবিবুর মাঠে (সভাপতি বনাম সাধারণ সম্পাদক) এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলা শুরু হওয়ার কিছুসময় পরেই এক গোল হজম করে সভাপতি গ্রুপ। পরবর্তীতে টিমের ডিফেন্সসহ বেশ কিছু জায়গাই পরিবর্তন আনে,তার ফলও ধরা দেয় হাতে নাতে। প্রথমার্ধেই পর পর ২ গোল দেয় সভাপতি।

এতে সাধারণসম্পাদক গ্রুপ একদমই দিশেহারা হয়ে পড়ে। ফলে গোল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। পরবর্তীতে তাদের পীড়াপীড়ির কারণে ১০ মিনিট বিরতি দেওয়া হয়। বিরতি শেষেও একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় সেক্রেটারিগ্রুপ।

ফলে ২-১ গোলেই হেরে যায় সম্পাদক গ্রুপ। এ বিষয়ে সাধারণ সম্পাদক গ্রুপের নামকরা খেলোয়ার বেলাল হোসেন বিপ্লব বলেন, সভাপতি গ্রুপের যদি গোলকিপার না থাকতো তাহলে আমরা ঠিকই গোল দিতে পারতাম। জয়ী দলের দলপ্রধান বাপ্পী বলেন খেলা জয় পরাজয়ের। একদল জিতবে আরেকদল হারবে এটাই নিয়ম। তাই পরাজিতদের সত্যকে মেনে নিয়ে স্বাভাবিক থাকার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সেক্রেটারি গ্রুপের সুবিধার্থে আগামী ম্যাচে গোলকিপার না রাখার এক তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কথা বলতে সেক্রেটারি গ্রুপের প্রধান জাহিদুল ইসলাম জয়কে একাধিকবার মুঠোফনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।

তবে হারা দলের অন্যতম কারিগর মিজানুর রহমান রানা বলেন, আমরা পরাজয় থেকেই শিখতে চায়আমরা নি:সন্দেহে ভালো খেলেছি। কিন্তু আরেকটু ভালো খেল্লে ম্যাচটা আমাদের দিকেই আসতো। প্রসঙ্গত, প্রীতি ম্যাচে সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপকে ২-১ গোলে পরাজিত করেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...