রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় হবিবুর মাঠে (সভাপতি বনাম সাধারণ সম্পাদক) এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলা শুরু হওয়ার কিছুসময় পরেই এক গোল হজম করে সভাপতি গ্রুপ। পরবর্তীতে টিমের ডিফেন্সসহ বেশ কিছু জায়গাই পরিবর্তন আনে,তার ফলও ধরা দেয় হাতে নাতে। প্রথমার্ধেই পর পর ২ গোল দেয় সভাপতি।
এতে সাধারণসম্পাদক গ্রুপ একদমই দিশেহারা হয়ে পড়ে। ফলে গোল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। পরবর্তীতে তাদের পীড়াপীড়ির কারণে ১০ মিনিট বিরতি দেওয়া হয়। বিরতি শেষেও একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় সেক্রেটারিগ্রুপ।
ফলে ২-১ গোলেই হেরে যায় সম্পাদক গ্রুপ। এ বিষয়ে সাধারণ সম্পাদক গ্রুপের নামকরা খেলোয়ার বেলাল হোসেন বিপ্লব বলেন, সভাপতি গ্রুপের যদি গোলকিপার না থাকতো তাহলে আমরা ঠিকই গোল দিতে পারতাম। জয়ী দলের দলপ্রধান বাপ্পী বলেন খেলা জয় পরাজয়ের। একদল জিতবে আরেকদল হারবে এটাই নিয়ম। তাই পরাজিতদের সত্যকে মেনে নিয়ে স্বাভাবিক থাকার অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সেক্রেটারি গ্রুপের সুবিধার্থে আগামী ম্যাচে গোলকিপার না রাখার এক তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কথা বলতে সেক্রেটারি গ্রুপের প্রধান জাহিদুল ইসলাম জয়কে একাধিকবার মুঠোফনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি।
তবে হারা দলের অন্যতম কারিগর মিজানুর রহমান রানা বলেন, আমরা পরাজয় থেকেই শিখতে চায়আমরা নি:সন্দেহে ভালো খেলেছি। কিন্তু আরেকটু ভালো খেল্লে ম্যাচটা আমাদের দিকেই আসতো। প্রসঙ্গত, প্রীতি ম্যাচে সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপকে ২-১ গোলে পরাজিত করেছে।#