উনিয়ন মডেল বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে – ড.সায়েম আমীর ফয়সল জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল দেশব্যাপী ৫,৫৫৪টি ইউনিয়নে কর্মসংস্থানের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, উন্নয়ন হবে তৃণমূল থেকে। উন্নয়ন হবে ইউনিয়ন থেকে।
জাকের পার্টি সিপিএইচডি আয়ুবের্দিক লিমিটেডের মাধ্যমে কর্মসংস্থানের যে ইউনিয়ন মডেল উপস্থাপন করেছে তা বাস্তবায়নে সকল নেতাকর্মী সমর্থককে সর্বাত্মক তিনি এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও মহানগর সভাপতি, কেন্দ্রীয় সম্পাদক এবং বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভায় বক্তৃতকালে তিনি এসব কথা বলেন।
ড. সায়েম আমীর ফসয়ল জনগণের সেবা, মানবতার কল্যাণে আত্মনিয়োগকেই অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের কথা চিন্তা করে, তাদের একটু স্বস্তি দানের কথা বিবেচনায় রেখে কিছু সময়ের জন্য হলেও আমাদের উৎসব, অর্জন ও উদযাপনে বিরতি দিতে হবে।
মানব কল্যাণের কথাই বিবেচনায় রাখতে হবে। কেননা, আমাদের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সৃষ্টি, সৃষ্টি এবং সৃষ্টি। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দলীয় নেতৃবৃন্দকে যেকোন মূল্যে ইউনিয়ন পর্যায়ে জাকের পার্টির সাংগঠনিক দিক শক্তিশালী করণের উপরে জোর দেয়ার উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, জাকের পার্টি যখন শীর্ষে পৌঁছাবে, তখন আবার আনন্দ, উৎসব, উদযাপন সবই করা হবে। তিনি বলেন, এর আগ পর্যন্ত আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
ঐক্যবদ্ধভাবে জাকের পার্টির মূল লক্ষ্যকে এগিয়ে নিতে হবে। তিনি এ লক্ষ্যে সকলের সাফল্য কামনা করেন।