ইউকে থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সদ্য সংযোজিত হতে যাওয়া C130J(ZH881) ট্রান্সপোর্ট এয়ারক্রাফটির প্রথম টেস্ট ফ্লাইট আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিমানটি বর্তমানে সম্পুর্ণ প্রস্তুত, মার্শাল গ্রুপ বিমানটিকে সম্পুর্ণ মডিফিকেশন করে দিয়েছে আমাদের চাহিদা অনুযায়ী।