বোরকার দোকানে চাকুরি করতো ছাদেক। কিন্তু বোরকার আড়ালে যে সে ইয়াবাও বিক্রি করতো তা জানতো না কেউ।
গ্রেফতারের পর আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই পলাতক ছিল সে।
আজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে টিম কোতোয়ালি। ধন্যবাদ এস আই মো: আজাহারুল ইসলাম ও তার টিম কে।