আগামী পৃথিবী হবে তথ্য ও প্রযুক্তির বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) প্রতিনিধি দল সোমবার বিডার কার্যালয়ে প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেন।
এসময় প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এ কথা বলেন।
মতবিনিয়ম সভায় এমটব প্রতিনিধিরা, ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় টেলিযোগাযোগ খাতের গুরুত্ব, বর্তমান অবস্থা এবং বিপুল বিনিয়োগ চিত্র তুলে ধরেন। এসময় তারা, সিমট্যাক্স, মোবাইলের আমদানি ট্যাক্স, লাইসেন্স ফি, ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণ, ভবিষ্যতে ফাইভ জি নেটওয়ার্ক স্থাপন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় টেলিযোগাযোগ খাতের অবদানের কথা উল্লেখ করে মতবিনিয়ম সভায় কাজী মো. আমিনুল ইসলাম বলেন, আগামী পৃথিবী হবে তথ্য ও প্রযুক্তির, তাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে টেলিযোগাযোগ খাতের উতকর্ষতার বিকল্প নেই। তিনি আরও বলেন, বিডার পক্ষ থেকে এমটবকে সব ধরনের সহযোগিতা করবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এমটবের সহসভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ (অব.) সহ অন্যান্য সদস্যরা।