সবাই তাদের চেনেন অনন্ত জলিল এবং বর্ষা নামে। তবে দর্শক প্রিয় এই জুটি জানালেন, এককালে তাদের নাম ছিল আব্দুল জলিল ও খাদিজা।
অনন্ত জলিল জানান, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন তিনি। তার গৃহশিক্ষক আব্দুল জলিলের নামের অনুপ্রেরণায় অনন্তর বাবা তার নাম রাখেন ‘আব্দুল জলিল’।
আর অনন্ত নামটি রাখেন তার বড় ভাই। নামটি অনন্তর খুব পছন্দ হয়। তারপর থেকে ‘আব্দুল জলিল’ হয়ে যান ‘অনন্ত জলিল’। সিনেমায় আসার পর সেই নাম ছড়িয়ে পরে চারদিকে।