আসছে ঈদে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে থাকছে রাতযাপনের ওপর বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার।
রেডিসন ব্লু চট্টগ্রাম বরাবরের মতোই এবারও ঈদে গ্রাহকদের দিতে চায় কিছুটা বাড়তি সুবিধা এবং সে উদ্দেশ্যেই সব স্তরের গ্রাহকদের কথা চিন্তা করে নগরের একমাত্র পাঁচতারকা হোটেলটি নিয়ে এলো বিশেষ রুম প্যাকেজ। যাতে এক রাতের খরচেই গ্রাহকেরা থাকতে পারবেন দুই রাত ও তিন দিন। অফারগুলো ১৪ হাজার ৪৯৯ টাকা থেকে শুরু এবং চলবে ৫-১৭ আগস্ট পর্যন্ত।
অফারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় দুইজন দু’দিন থাকতে পারছেন যাতে থাকছে ফ্রি আন্তর্জাতিক মানের ব্রেকফাস্ট, সব স্ট্যান্ডার্ড হেলথ ক্লাব সুবিধাসহ অনেক কিছু। ফ্রি আন্তর্জাতিক মানের ব্যুফে ডিনারসহ দুইজন দু’দিন থাকার প্যাকেজ মাত্র ২৪ হাজার ৯৯ টাকা, সঙ্গে থাকছে ফ্রি আন্তর্জাতিক মানের ব্রেকফাস্ট, সব স্ট্যান্ডার্ড হেলথ ক্লাব সুবিধা।
এ ছাড়া ১৪ হাজার ৪৯৯ টাকায় একজন দু’দিন থাকতে পারছেন যাতে থাকছে ফ্রি আন্তর্জাতিক মানের ব্রেকফাস্ট, সব স্ট্যান্ডার্ড হেলথ ক্লাব সুবিধা এবং একই প্যাকেজ দু’দিন ব্যুফে ডিনারসহ ১৮ হাজার ৯৯৯ টাকা।
বিস্তারিত ফোনে (০১৭৭৭৭০১২২২) জানা যাবে।