Home দেশ আমার অভিন্ন নদীর পানি নিয়ে বৈঠক ৯ বছর পর

অভিন্ন নদীর পানি নিয়ে বৈঠক ৯ বছর পর

 

দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিবেরা অভিন্ন নদীর পানি বণ্টনের সহযোগিতা নিয়ে বৈঠক করতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং বৈঠকে দুই দেশের নেতৃত্ব দেবেন।

এর আগে ২০১১ সালের জুনে দিল্লিতে সর্বশেষ বৈঠকটি হয়েছিল।

রবিবার রাতে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠেয় এই বৈঠকে অভিন্ন সব নদীর বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে ২০১৭ সালের এপ্রিলে দিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত ছিল, তা পর্যালোচনা করা হবে। পাশাপাশি দুই দেশের অভিন্ন সব নদীর ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা হবে।

যৌথ নদী কমিশন (জেআরসি) সূত্রে জানা গেছে, দীর্ঘ ৯ বছর ধরে দুই দেশের পানিসম্পদ মন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে না। ফলে অমীমাংসিত অনেক বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত ঝুলে আছে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, সচিব পর্যায়ের বৈঠকে ফারাক্কা পয়েন্টে গঙ্গার নদীর পানি বৃদ্ধি, অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত নদীর ভাঙন রোধসহ নদীর পানি ব্যবস্থাপনার বিষয়গুলো আলোচনায় আসবে। পাশাপাশি ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, গোমতী, মুহুরী নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনায় অগ্রগতি দেখতে চায় ঢাকা। এ ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হলো ব্যাচেলর পয়েন্ট

দ্যা নিউজ বিডি,বিনোদন ডেস্ক: শেষ হয়েছে আলোচিত ও দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে  প্রকাশ হয়েছে নাটকটির শেষ পর্ব।শেষ পর্বে...

বহু ভোগান্তি, তবু রাজধানী ছাড়তে মানুষের স্রোত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় মাইক্রো, প্রাইভেটকার, সিএনজিসহ নানা মাধ্যমে পাটুরিয়া ও আরিচাঘাট হয়ে মানুষ...

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব বার্সেলোনা

দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। তবে মহামারীর কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায়...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং...

৩২ হাজার প্যাকেট সিগারেট, নকল লেবেল জব্দ

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে কর ফাঁকির অভিযোগে ৩২ হাজার প্যাকেট নকল সিগারেট ও ৩৭ হাজার নকল লেভেল উদ্ধার করেছে...