দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫২৯ টাকা। একই হারে বাড়ানো হয়েছে ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৫২ হাজার ১৯৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৭ হাজার ১৮১ টাকায়।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারে সমন্বয় করতেই এর দাম বাড়ানোর হয়েছে বলে জানায় বাজুস।