খাইরুল কবির জানান, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন ৪৭ জন ভর্তি আছেন। আক্রান্তরা সবাই বিভিন্ন সময়ে ঢাকা থেকে এসেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রবিউল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৫টার দিকে রবিউলের মৃত্যু হয়। সে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাসিন্দা।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই কিশোর গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হয়।
খাইরুল কবির আরও জানান, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন ৪৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আটজন শিশু, নয়জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছে। আক্রান্তরা সবাই বিভিন্ন সময়ে ঢাকা থেকে এসেছে।