ঋণের সুদ হার কমাতে আমানতের সুদ হার ৬ শতাংশ ধার্য করে বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও পর্ষদ চেয়ারম্যানদের সাথে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী। এসময় তিনি ব্যাংক মালিকদের প্রতি ইঙ্গিত করে বলেন, সরকার যেমন ব্যাংকের লাইসেন্স দিতে পারে তেমনি জনগণের প্রয়োজনে তা বাতিলও করতে পারে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সাথে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বৈঠক করলেন কোন অর্থমন্ত্রী। ব্যাংক ঋণের সুদ হার ও খেলাপি ঋণ কমানোই মূল উদ্দেশ্য। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় অর্থমন্ত্রী জানান, শিগগিরই আমানতের সুদ হার ৬ শতাংশ ধার্য করে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক।
এই প্রজ্ঞাপন জারি হলেই ঋণের সুদ হার ৯ শতাংশ নেমে আসার নিশ্চয়তা নিয়ে কোন সংশয় নেই অর্থমন্ত্রী। জানান, সরকার ব্যাংক লাইসেন্স দিতেও পারে আবার জনগণের প্রয়োজনে তা বাতিলও করতে পারে। খেলাপি ঋণ কমানো নিয়েও আশাবাদী অর্থমন্ত্রী। তার মতে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন নিয়ে আইনি জটিলতাও খুব শিগগিরই কেটে যাবে।
সোমবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করবেন অর্থমন্ত্রী।