
উক্ত সংবাদের সত্যতা যাইয়ের নিমিত্তে থানা পুলিশ বর্নিত স্থানে উপস্থিত হইলে পলাশ তালুকদার (২৮) পিতা-সুলতান তালুকদার, শ্বশুর-মৃত ইউনুস সরদার, সাং-গোবরচাকা নাহিদের মোড়, সোনাডাঙ্গা মডেল থানা, মহানগর, খুলনা পুলিশের উপস্থিতি টের পাইয়া পলানোর উদ্দেশ্যে দৌড় দেয়।
উপরোক্ত আসামীকে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০৬/০৮/১৯ইং তারিখ ২০.১০ ঘটিকার সময় আটক করতঃ উপস্থিত সাক্ষীদের সম্মূখে উক্ত আসামীর দেহ তল্লাশী করিয়া তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের কোমরে গোজা অবস্থায় টিশার্ট দিয়ে লোকানো ০১(এক) টি ৭.৬৫ এমএম পিস্তল, ০৩ রাউন্ড উক্ত পিস্তলের গুলি ও ০১টি লোহার ম্যাগাজিন এবং তার পরিহিত জিন্স প্যান্টের বাম পাশের পকেটে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ২০০ (দুইশত) পিচ লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ০৬/০৮/১৯ তারিখ ২০.৫০ ঘটিকার সময় পর্যাপ্ত আলোর সাহায্যে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১১, তারিখ-০৬/০৮/১৯ইং ধারা-১৮৭৮ সালের The Arms Act এর 19-A এবং সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১২, তারিখ-০৬/০৮/১৯ইং ধারা-৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হইয়াছে। আসামীকে জিজ্ঞাসাবাদ ও মামলার জোর তদন্ত অব্যাহত আছে।