Home টপ নিউজ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০৬৫ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০৬৫ জন

 

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আর ৬৪ জেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা সাত হাজার ৬৫৮ জন। এরমধ্যে রাজধানী ঢাকার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৯৬২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছেন দুই হাজার ৬৯৬ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৫ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪৩৭ জন। আর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৭৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৯ জন। এরমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৫৭০ জন। মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০২ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৩৬ জন।

ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৮ জন, মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ১৪৫ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৮ জন, মোট ভর্তি আছেন ৩৯৫ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন, মোট ভর্তি আছেন ২০৪ জন। বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, মোট ভর্তি আছেন ৬৯ জন।
বিএসএমএমইউতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন, মোট ভর্তি আছেন ১৬১ জন। রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন, মোট ভর্তি আছেন ১৩৯ জন। মুগদা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৮ জন, মোট ভর্তি আছেন ৪৪৭ জন।

বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন, মোট ভর্তি আছেন ২৮ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, মোট ভর্তি আছেন ১৮৩ জন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন, মোট ভর্তি আছেন ৩২৮ জন।
আবার বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে ৩৬টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০৮ জন, বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৫৭ জন। এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৯৬৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বাইরে সারাদেশে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৯০৬ জন। এরমধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২২১ জন, মোট ভর্তি আছে ৪৩৮ জন। ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন, হাসপাতালে মোট ভর্তি আছেন ২৩৫ জন। চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮০ জন, মোট ভর্তি আছেন ৫২৫ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫০ জন, মোট ভর্তি আছেন ৫২১ জন। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১২ জন, মোট ভর্তি আছেন ৩৮৯ জন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন আর মোট ভর্তি আছেন ২০৯ জন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৯ জন আর মোট ভর্তি আছেন ২৮৯ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন আর মোট ভর্তি আছেন ৯০ জন।

সরকারি হিসাব মতে, এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এরমধ্যে এপ্রিলে দুই জন, জুন মাসে তিন জন এবং গত জুলাই মাসে মারা গেছেন ১৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...