Home টপ নিউজ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০৬৫ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০৬৫ জন

 

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আর ৬৪ জেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা সাত হাজার ৬৫৮ জন। এরমধ্যে রাজধানী ঢাকার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৯৬২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছেন দুই হাজার ৬৯৬ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৫ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪৩৭ জন। আর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৭৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৯ জন। এরমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৫৭০ জন। মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০২ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৩৬ জন।

ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৮ জন, মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ১৪৫ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৮ জন, মোট ভর্তি আছেন ৩৯৫ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন, মোট ভর্তি আছেন ২০৪ জন। বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, মোট ভর্তি আছেন ৬৯ জন।
বিএসএমএমইউতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন, মোট ভর্তি আছেন ১৬১ জন। রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন, মোট ভর্তি আছেন ১৩৯ জন। মুগদা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৮ জন, মোট ভর্তি আছেন ৪৪৭ জন।

বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন, মোট ভর্তি আছেন ২৮ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, মোট ভর্তি আছেন ১৮৩ জন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন, মোট ভর্তি আছেন ৩২৮ জন।
আবার বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে ৩৬টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০৮ জন, বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৫৭ জন। এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৯৬৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বাইরে সারাদেশে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৯০৬ জন। এরমধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২২১ জন, মোট ভর্তি আছে ৪৩৮ জন। ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন, হাসপাতালে মোট ভর্তি আছেন ২৩৫ জন। চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮০ জন, মোট ভর্তি আছেন ৫২৫ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫০ জন, মোট ভর্তি আছেন ৫২১ জন। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১২ জন, মোট ভর্তি আছেন ৩৮৯ জন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন আর মোট ভর্তি আছেন ২০৯ জন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৯ জন আর মোট ভর্তি আছেন ২৮৯ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন আর মোট ভর্তি আছেন ৯০ জন।

সরকারি হিসাব মতে, এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এরমধ্যে এপ্রিলে দুই জন, জুন মাসে তিন জন এবং গত জুলাই মাসে মারা গেছেন ১৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

শেষ ষোলোয় বার্সা

দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: দুটি পেনাল্টিসহ অসংখ্য সুযোগ নষ্ট করে অতিরিক্ত সময়ের দুই গোলে কোপা ডেল রে’র শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা।কোরনিয়ার মাঠে বৃহস্পতিবার রাতে...

সিরিজ জিতলো টাইগাররা

দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে...

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বাগদাদ নিহত ১৩

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভয়াবহ আত্মঘাতী হামলায় রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ। এতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছে আরও অনেকে। আজ বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে...

শীতে কাতর বিএনপির রাজনীতি

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ মন্তব্য করে আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘শীতার্ত মানুষের...