সময়ের জনপ্রিয় গল্পকথক কিঙ্ক আহসান। তার গল্পেই এবার তৈরী হলো স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কাদের আইসক্রিম’। যা কিঙ্করের লেখা গল্পগ্রন্থ ‘কিসসাপূরণ’ থেকে নেয়া। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব।
সম্প্রতি ‘কাদের আইসক্রিম’-এর ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা আকিব বলেন, বহুদিন থেকেই ইচ্ছে ছিলো কিঙ্কর আহসানের ‘কিসসাপূরণ’-এর এই গল্পটি নিয়ে কাজ করার। অবশেষে সেই ইচ্ছে আমার পূরণ হলো। এমন দুর্দান্ত একটি গল্পের জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা।
নির্মাতার প্রত্যাশা, ‘কাদের আইসক্রিম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠাবেন। তার ধারণা, উৎসবগুলোতে এমন গল্পের ছবি নিশ্চয় মূল্যায়িত হবে।
আর কে মিডিয়ার ব্যানারে ‘কাদের আইসক্রিম’ প্রযোজনা করেছেন এফ এম রহমতুল্লাহ নয়ন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও রয়েছেন মৌটুসী বিশ্বাস , শিশু শিল্পী শরিফুল ইসলাম, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
এদিকে ভিজ্যুয়ালে ‘কাদের আইসক্রিম’ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন কিঙ্কর আহসান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে কিঙ্কর বলেন, ‘কাদের আইসক্রিম’ যখন লিখেছিলাম তখনো এই গল্পটি প্রাণ পাবে প্রিয় ছোট ভাই মুনতাসির আকিবের হাতে সেটা ভাবিনি। কী পরম মমতায়ই না শব্দ আর বাক্য, সংলাপের পাগলামি, চরিত্রের ছোটাছুটিগুলোকে ক্যামেরায় বন্দী করেছে এই পরিচালক। আমি মুগ্ধ।
১৫ মিনিট ব্যাপ্তীর ‘কাদের আইসক্রিম’-এ গ্রামের একজন সহজ সরল আইসক্রিম বিক্রেতার জীবনের গল্প ফুটে উঠেছে বলে জানিয়েছেন পরিচালক।
গেল বছরে ‘প্রেমিক ১৯৮২’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলেন আকিব। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যটির প্রযোজনায় ছিলো টাইগার মিডিয়া।