ত্রয়োদশবারের মত ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি হওয়ার গৌরব অর্জন করেছেন ওয়ারী বিভাগের সুযোগ্য উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খান পিপিএম। উল্লেখ্য তিনি পূর্বে লালবাগ বিভাগকে সর্বমোট ১২ বার শ্রেষ্ঠ বিভাগে পরিণত করেন। ০৭ আগস্ট ২০১৯ বিকাল ৩.০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত জুলাই ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সকলের কাছে পুরস্কার তুলে দেন সম্মানিত ডিএমপি কমিশনার মহোদয়।
গত মাসে অস্ত্র উদ্ধার, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতার করে বিভিন্ন ক্ষেত্রে মুন্সীয়ানা দেখিয়েছে ওয়ারী বিভাগ। শুধু বিভাগ হিসেবেই শ্রেষ্ঠত্ব অর্জন নয় পাশাপাশি ডিএমপি’র শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম বার। এছাড়া ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন। ওয়ারী বিভাগের বিভিন্ন থানায় কর্মরত সাব ইন্সপেক্টররাও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি করে সম্মানী গ্রহণ করেন। অন্যদিকে বিট পুলিশিং কার্যক্রমেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ওয়ারী বিভাগ।
অতিঃ উপপুলিশ কমিশনার ( শ্যামপুর জোন) জনাব নাজমুন নাহার, এসি শ্যামপুর জোন জনাব মফিজুল ইসলাম ও অফিসার ইনচার্জ ( ডেমরা) সিদ্দিকুর রহমান বিট পুলিশিং কার্যক্রমের জন্য পুরস্কৃত হন। শ্রেষ্ঠ বিভাগ ক্যাটাগরিতে ডিএমপি কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খান পিপিএম। উল্লেখ্য যে, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করেই জনাব মোহাম্মদ ইব্রাহীম খান তাঁর সুযোগ্য ও চৌকস নেতৃত্বের মাধ্যমে ওয়ারী বিভাগকে শ্রেষ্ঠ বিভাগের মর্যাদায় অধিষ্ঠিত করেন