হোন্ডা ফাউন্ডেসান জাপান ইন্টারন্যশনাল কর্পোরেশন সেন্টারের যৌথ প্রযোজনায় ২০১৯ থেকে চালু করেছে Y-E-S (young Engineer & Scientist’s) এ্যাওয়ার্ড প্রোগ্রাম। যা ৪ই অগাস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডা ফাউন্ডেসনের ম্যানেজিং ডাইরেক্টর আকিহিরো কামিওকা, এশিয়া প্যেসিফিকের ভাইস চ্যান্সেলর ড জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এবং সি ই ও হিমিহিকো কাতসুকি, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট) এর ভাইস চ্যান্সেলর ড মো রফিকুল ইসলাম শেখ, জাইকার জেনারাল ম্যনেজার হিতোসি হিরাতা,একমাত্রা সোসাইটি থেকে হিরকি ওয়াতানবে,বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর হেড অব ফাইনান্স এন্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এবং ইউনিভার্সিটির রিপ্রেজেন্টিটিভ।
এশিয়ার দেশগুলোতে বিজ্ঞান এবং তথ্য বিভাগে ফিউচার লিডারদের উৎসাহিত করাই এই এ্যাওয়ার্ড এর উদ্দেশ্য।