চীনে উৎপাদিত প্রযুক্তি পণ্যের কাঁচামাল ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। এতে আবারো নিষেধাজ্ঞা আসতে পারে হুয়াওয়েসহ ৫ চীনা প্রতিষ্ঠানের পণ্যে।
চীনে উৎপাদিত প্রযুক্তি পণ্যের কাঁচামাল ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে ওয়াশিংটন জানায়, উৎপাদিত পণ্য ও সম্পদের স্বত্ব চুরির আশঙ্কা থেকেই নতুন নীতিমালার পরিকল্পনা হচ্ছে। এতে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পণ্যে নিষেধাজ্ঞা জারি করা হবে না।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। এদিকে হুয়াওয়ের দাবি, গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করা হয়েছিলো- তার কোনো প্রমাণ পাওয়া না গেলেও শুধু ব্যবসা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন।