জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে রক্ত পরীক্ষার পর সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন তার ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি জানার পর জরুরিভিত্তিতে তাকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে পরিবার।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরায় মোট ১৫৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৩৭ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১০৯ জন এবং অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৯ জনকে। স্থানীয়ভাবে ১৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জন শনাক্ত হয়েছেন।”