এ ঘটনায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেছে হরিয়ানা পুলিশ
বাবার কাছে ছেলে চেয়েছিলেন জাগুয়ার, কিন্তু বাবা কিনে দিয়েছেন বিএমডব্লিউ। আর তাতেই ছেলে রেগে গিয়ে সেই বিএমডব্লিউ গাড়ি ফেলে দেন নদীতে!ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। আনন্দবাজার জানায়, শুক্রবার (১০ আগস্ট) হরিয়ানার যমুনানগর এলাকায় বাবার দেওয়া বিএমডব্লিউ নদীতে ফেলে দেয় ওই তরুণ।
সংবাদ সংস্থাকে হরিয়ানা পুলিশের কর্মকর্তা বলেন, ‘‘উপহার পছন্দ না হওয়ায় বিএমডব্লিউ গাড়িটি নদীতে ফেলে দেন এক যুবক। সেই ঘটনার ভিডিও করেন তিনি।” সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।যদিও গাড়িটি মাঝ নদীতে আটকে যায়। তখন আবার ওই যুবক মাঝ নদী থেকে গাড়িটি তুলে আনার চেষ্টা করেন। পরে ডুবুরিদের সাহায্যে তুলে আনা হয় বিএমডব্লিউটি। এ ঘটনায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেছে হরিয়ানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে।
ওই তরুণ যে ব্র্যান্ডের গাড়ি দাবি করেছিলেন, সেই জাগুয়ার ব্র্যান্ডের একদম সাধারণ মডেলের গাড়ির দামই ৪০ থেকে ৫০ লাখ রূপি। মডেল ভেদে এই দাম কোটির অঙ্কও ছাড়িয়ে যায়। যে বিএমডব্লিউ গাড়িটি নদীতে ফেলা হয়েছে, সেটির আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ রূপির কাছাকাছি।