নিপুণ আক্তার আর অপু বিশ্বাসের সম্পর্কটা বোনের মতো। দুজন একসঙ্গে অভিনয় করেছেন ‘পিতার আসন’, ‘শুভ বিবাহ’, ‘আদরের জামাই’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’সহ বেশ কয়েকটি ছবিতে। শুটিং স্পটেও একজন আরেকজনের দেখভাল করেছেন সব সময়। একে অপরের পাশে দাঁড়িয়েছেন কঠিন সময়েও।
এবারের ঈদে অপুকে শাড়ি উপহার দিয়েছেন নিপুণ। দিল্লি থেকে আনা কাঞ্চিবরণ এই শাড়ির দাম ৪০ হাজার টাকা। উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত অপু।
শাড়িটির বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নিপুণ আপুর কাছ থেকে ঈদের উপহার পেলাম।
আমার মনটা শুধু আপুকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাতে চায়।’ অপুকে উপহার দিতে পেরে খুশি নিপুণও—‘অপু খুব মিষ্টি একটা মেয়ে। ইন্ডাস্ট্রিতে অনেক সহকর্মী আছে। কিন্তু সবার থেকে অপু আমার কাছে আলাদা। আমাদের বন্ধনটা আজীবন এভাবেই থাকবে।’