Home আন্তর্জাতিক কাশ্মীরিদের জন্য ১ মাস আগেই প্রস্তুত হয় বিশেষ কারাগার

কাশ্মীরিদের জন্য ১ মাস আগেই প্রস্তুত হয় বিশেষ কারাগার

কাশ্মীরিদের জন্য ১ মাস আগেই প্রস্তুত হয় বিশেষ কারাগার
কাশ্মীরিদের জন্য ১ মাস আগেই প্রস্তুত হয় বিশেষ কারাগার

মঙ্গলবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা আইএএনএসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন জানিয়েছে, জেল সুপার ইউকে মিশ্র, জেলা ম্যাজিস্ট্রেট ভিকে সিং ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মুনিরাজ জি ইতোমধ্যে কারা কমপ্লেক্স পরিদর্শন করেছেন।জেল সুপার বলেন, আমাদের বলা হয়েছিল স্থানীয় কয়েদিদের ‘আইসোলেশন ওয়ার্ড’ (বিচ্ছিন্ন অংশ) থেকে অন্য কোথাও সরিয়ে নিতে। কিন্তু, কেউ জানতাম না নতুন কয়েদি কারা আসছে, কোথা থেকে আসছে।

তবে, নতুন কয়েদি কারা, তা জানতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাদের। গত শনিবার (১০ আগস্ট) জম্মু-কাশ্মীরের বিভিন্ন কারাগার থেকে ২০ জন কয়েদিকে বারেলি জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

তাদের স্থানান্তরের আগেই বিশেষভাবে প্রস্তুত করা হয় কারাগারটি। পুরো কমপ্লেক্সে দুইশ’রও বেশি পিটিজেড (প্যান-টিল্ট-জুম) সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়।কাশ্মীরি কয়েদিদের ওপর নজর রাখতে আইসোলেশন সেলেও এ ক্যামেরা লাগানো হয়েছে। তাদের নিজেদের মধ্যে বা বাইরের কারও সঙ্গে কথা বলা নিষিদ্ধ।কারা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মীরি কয়েদিদের আগ্রায় কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বারেলি কারাগারকে অন্য কারণে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, মূলত কারাগারটির একটি ভবনে সর্বাধুনিক প্রযুক্তিসহ অন্য কাঠামো রয়েছে। তাছাড়া, সেখানে কয়েদির সংখ্যাও ধারণক্ষমতার চেয়ে অনেক কম।বারেলি জেলা কারাগারের ধারণক্ষমতা চার হাজার হলেও, সেখানে বর্তমানে ২ হাজার ৭শ’ ১৮ জন কয়েদি রয়েছে।

অবরুদ্ধ হয়ে পড়েছে কাশ্মীর। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ভারতশাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে বাতিল করা হয় ৩৫-ক অনুচ্ছেদও। এ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু-কাশ্মীরে জমিক্রয় ও চাকরির অধিকার শুধু স্থানীয়দের জন্যই নির্ধারিত ছিল।নতুন এ বিলের মাধ্যমে দ্বিখণ্ডিত করা হয়েছে কাশ্মীরকে। সেটি এখন থেকে আর বিশেষ রাজ্য বলে বিবেচিত হবে না। এর বদলে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত এলাকা হিসেবে পরিচালিত হবে। এ দু’টি এলাকায় আলাদা বিধানসভা থাকলেও লাদাখে কোনো বিধানসভা থাকবে না।এ ঘোষণার আগের দিন থেকেই কড়া বিধিনিষেধ আরোপ করা হয় কাশ্মীর উপত্যকায়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল, টেলিফোন, ইন্টারনেট সেবা। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। মোতায়েন করা হয় চল্লিশ হাজারেরও বেশি সেনা সদস্য। জারি করা হয়েছে কারফিউ।

এ পর্যন্ত অঞ্চলটির অন্তত তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর অনেক নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...