‘মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না…ও বন্ধু!’-বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার এই গানের সাথে সুর মিলিয়ে বলতে হয়, ঈদুল আযহার দিনে কিছু অসচ্ছ্বল মানুষের মুখে হাসি ফুটাতে এফডিসিতে উড়ে এসেছিলেন এক মানবিক পরী! যে পরীর দেখা পেয়ে হাসি মুখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছিলো কিছু মানুষ।
না। ডানা নেই তার, তবু উড়ে এলেন সামর্থহীন মানুষের তরে। জীবন জীবনের জন্য, এই তাগিদে একটু সহানুভূতি সাঙ্গ করে। হ্যাঁ, বলছিলাম দেশের শীর্ষস্থানীয় অভিনেত্রী পরীমনির কথা।গেল তিন বছর ধরেই এফডিসিতে কোরবানি করেন চিত্রনায়িকা পরীমনি। আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পরিবারের মুখে একটু হাসি ফুটানোই উদ্দেশ্য তার। গেল তিন বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার দিনে গরু কোরবানি করেন তিনি।
এবার পরী একার উদ্যোগে চারটি গরু কোরবানি করেন। গরুগুলোও নানার সাথে গিয়ে নিজে হাট থেকে কিনে এনেছেন। সে ছবিগুলোও দিয়েছিলেন সোশাল মিডিয়ায়।
সোমবার দুপুরে এফডিসি এসে নিজেই সবার মাঝে মাংস বিতরণ করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন তার নানা ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
মাংস বিতরণের সময় পরী জানান, আমি সব সময় ই বলি, এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। তাই পরিবারের জন্যই কোরবানি দিই। যতো দিন বাঁচব, ততো দিন এফডিসিতে কোরবানি দিয়ে যাব।
এদিন শিল্পী সমিতির উদ্যোগেও এফডিসিতে পাঁচটি গরু কোরবানি হয়। সমিতির সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনকে জানান, শিল্পী সমিতির এই আয়োজনে সহযোগিতা করেছেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা শিল্পী, অভিনেত্রী আঞ্জুমান, প্রযোজক সেলিম খান প্রমুখ।