চেয়ার, টেবিল, আসবাব যা কিছু হাতের কাছে আছে তাই ছুড়তে থাকেন ওই দম্পতি
বাড়ির ভিতর ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে দুই ডাকাত। তবে তাতে ঘাবড়ে না গিয়ে সাহসিকতার সাথে সেই ডাকাতদের রুখে দিলেন এক বৃদ্ধ দম্পতি। তখন ডাকাতি করার বদলে পালাতে বাধ্য হল ডাকাতেরা।
রবিবার (১২ আগস্ট) ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এই ঘটনা। এই দম্পতির সাহসিকতার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
আনন্দবাজার জানায়, তামিলনাড়ুর তিরুনেলভেলিতে রবিবার রাত ৯টা নাগাদ সান্মুগভেল নামক ৭০ বছর বয়েসি বৃদ্ধের খামারবাড়িতে ঢুকে পড়ে রাম দা হাতে মুখোশ পরা দুই ডালাত। কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধের গলা লোহার একটি খুঁটির সাথে বেঁধে ফেলে তারা। এর পরপরই ওই বৃদ্ধের স্ত্রী, ৬৫ বছর বয়স্ক সেন্থামারাই পায়ের জুতো খুলে ছুড়ে মারেন ওই ডাকাতদের দিকে। ছুড়তে থাকেন বাড়ির দরজায় রাখা অন্য জুতোগুলোও।
এই হঠাৎ আক্রমণে চোরেরা যেন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে গলার ফাঁস সামান্য আলগা হতেই ঘুরে দাঁড়ান বৃদ্ধ সান্মুগভেল। চেয়ার, টেবিল, আসবাব যা কিছু হাতের কাছে আছে তাই ছুড়তে থাকেন। পালটা দা চালাতে থাকলেও, বৃদ্ধ দম্পতির সাহসের সামনে দাঁড়াতে পারেনি ওই দুই ডাকাত। ক্রমেই পিছু হটতে হটতে এক সময় দৌঁড়ে পালিয়ে যায় তারা।