Home জাতীয় চট্টগ্রাম বন্দর : বেসরকারি ডিপোয় কনটেইনার জট

চট্টগ্রাম বন্দর : বেসরকারি ডিপোয় কনটেইনার জট

চট্টগ্রাম বন্দর : বেসরকারি ডিপোয় কনটেইনার জট
চট্টগ্রাম বন্দর : বেসরকারি ডিপোয় কনটেইনার জট

ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে রফতানি পণ্য জাহাজীকরণের চাপ বেড়েছে চট্টগ্রামের ১৮টি বেসরকারি কনটেইনার ডিপোয়। ঈদের এক সপ্তাহ পর যেসব পণ্য রফতানি হবে, সেগুলোও এখন ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে চট্টগ্রামে এনে ডিপোয় রাখা হয়েছে। ফলে বেশির ভাগ ডিপোতেই রফতানি পণ্যের কনটেইনার জট তৈরি হয়েছে।

কনটেইনার ডিপো মালিক সমিতির হিসাবে, সবগুলো ডিপো মিলে কনটেইনার রাখার স্বাভাবিক ধারণক্ষমতা ৬৫ হাজার ইউনিট। এরই মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত কনটেইনার এনে রাখা হয়েছে ডিপোগুলোয়। গত শনিবার পর্যন্ত ডিপোগুলোয় আমদানি-রফতানি পণ্যবাহী কনটেইনার ও খালি কনটেইনারের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৮টি ডিপোতে পণ্যভর্তি কনটেইনার ছিল ১৫ হাজারটি। বেশকিছু ডিপোর সামনে অন্তত ৩৫০-৪০০টি রফতানি পণ্য ভর্তি কাভার্ড ভ্যান অবস্থান করছে।

ঈদ উপলক্ষে এবার রফতানিমুখী কারখানাগুলোয় আট থেকে ১০ দিনের ছুটি চলছে। বেশির ভাগ কারখানায় ছুটি শুরু হয়েছে গত শুক্রবার থেকে। কারখানা খুলবে ১৮ আগস্ট। ছুটির সময় যেসব পণ্য রফতানি হওয়ার কথা সেগুলো এরই মধ্যে চট্টগ্রামের ডিপোতে পাঠিয়ে দিয়েছেন রফতানিকারকরা। তাতেই এ জট তৈরি হয়েছে।

বিজিএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ঈদের লম্বা ছুটিতে যাতে রফতানি পণ্য জাহাজীকরণে কোনো সমস্যা না হয়, সেজন্য রফতানি পণ্য আগেভাগে ডিপোতে পাঠিয়ে দেন রফতানিকারকরা। আশা করছি, পণ্য যাতে ঠিকভাবে সময়মতো রফতানি হতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টরা গুরুত্ব দেবেন।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বন্দর দিয়ে রফতানি হওয়া পণ্যের ৯০ শতাংশই ১৮টি ডিপোতে কনটেইনার বোঝাই করে জাহাজে তুলে দেয়া হয়। বাকি ১০ শতাংশ কমলাপুর ডিপো এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে কনটেইনারে করে বন্দরে পাঠানো হয়।

বন্দর কর্মকর্তারা জানান, বর্তমান চাপ মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষও পোশাক শিল্পের রফতানি পণ্য জাহাজে তুলে দেয়ার ক্ষেত্রে সময়সীমা শিথিল করেছে। পোশাক শিল্পের রফতানি পণ্যের জন্য আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই শিথিলতা থাকবে। এ সময়ে কোনো জাহাজ ছেড়ে যাওয়ার তিন ঘণ্টা আগে ওই জাহাজের রফতানি পণ্যের কনটেইনার বন্দরের ভেতরে নিয়ে যেতে হবে। অন্যথায় বন্দরে প্রবেশের সুযোগ থাকবে না।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এজেন্টস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ঈদকে কেন্দ্র করে এখন ডিপোগুলোতে রফতানি পণ্যের চাপ বেড়েছে। অনেকগুলো ডিপোর সামনে রফতানি পণ্যবাহী গাড়ি পৌঁছার পরও তা খালাস করে কনটেইনারে বোঝাই করতে তিন-চারদিন লেগে যাচ্ছে।

এদিকে প্রতি বছর ঈদের সময় রফতানি পণ্যের চাপ বাড়লেও সে অনুযায়ী ডিপোর সংখ্যা বাড়ছে না বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের মতে, প্রয়োজনের তুলনায় কম ডিপো থাকায় কনটেইনার জট তৈরি হচ্ছে। এতে সময়মতো পণ্য রফতানি নিয়ে শঙ্কা তৈরি হয়।

তবে কনটেইনার ডিপো মালিক সমিতির সচিব রুহুল আমিন সিকদার বণিক বার্তাকে বলেন, ‘ডিপোতে রফতানি পণ্যের চাপ মোকাবেলায় সার্বক্ষণিক কাজ হচ্ছে। আশা করছি, রফতানি পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই জাহাজে চলে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...