Home টপ নিউজ ম্যাজিক প্যারাডাইস পার্ক

ম্যাজিক প্যারাডাইস পার্ক

ম্যাজিক প্যারাডাইস পার্ক
ম্যাজিক প্যারাডাইস পার্ক

ছবিগুলো দেখে সবাই কি ভাবসেন?? দেশের বাইরে কোন জায়গার?? কিংবা বাংলাদেশ এর কোথায় তুলা এই ছবিগুলা??

সুন্দর এই পার্কটি কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর খুব কাছে অবস্থিত। চমৎকার মনোরম প্রাকৃতিক পরিবেশে পার্কটি স্থাপিত হয়েছে।

২য় মেঘনা, গোমতী এবং কাচপুর সেতু চালু হওয়াতে এখন চাইলে খুব সহজেই ঢাকা থেকে দিনে দিনেই ঘুরে আসতে পারেন লালমাই পাহাড় এর কোলে অবস্থিত এই পার্ক থেকে।

গ্রুপে এর আগেও এই পার্ক এর ব্যাপারে একটা পোস্ট করা হয়েছিলো যদিও তখন পার্কটি পুরোপুরিভাবে চালু হয়নি। এখন দর্শনার্থীদের জন্য পার্কটি পুরোপুরিভাবে চালু আছে।

বাই দা ওয়ে পার্কটির নামটাও খুব সুন্দর ম্যাজিক প্যারাডাইস পার্ক

ম্যাজিক প্যারাডাইস পার্ক
ম্যাজিক প্যারাডাইস পার্ক

কিভাবে যাবেন এবং খরচাপাতিঃ

ঢাকা কমলাপুর অথবা সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী যেকোনো বাসে উঠে কোটবাড়ি বিশ্বরোড এ নেমে যাবেন। ভাড়া এসি ২৫০/- নন এসি ২০০/- (জাংগালিয়া বাস স্ট্যান্ড যে বাসগুলা যায় ঐ গুলাতে উঠবেন, রয়েল এসি, প্রিন্স বিজনেস ক্লাস এসি, এশিয়া এয়ারকন সহ এশিয়া, তিশার কিছু নন এসি বাস পাবেন) বিশ্বরোড থেকে কোটবাড়িগামী সিএনজিতে করে চলে যান, ভাড়া নিবে জনপ্রতি ১৫-২০/- তারপর একটা অটো/সিএনজি রিসার্ভ নিয়ে চলে যান অনিন্দসুন্দর পার্কটিতে। ভাড়া নিবে ১০০-১৫০/-

পার্ক এর এন্ট্রি ফি ২০০/-
ওয়াটার পার্ক এর এন্ট্রি ফি ৩০০/-
৬ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকেট লাগে না।

ম্যাজিক প্যারাডাইস পার্ক
ম্যাজিক প্যারাডাইস পার্ক

পাশাপাশি হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ইটাখোলা মুড়া, রুপবান মুড়া, কুমিল্লা বার্ড, ময়নামতি যাদুঘর সহ বেশকিছু দর্শনীয় স্থান যা এই পার্কটির খুব কাছেই। তাই হাতে সময় নিয়ে আজই চলে আসুন অনিন্দসুন্দর এই জায়গায়।

পার্কটিতে যারাই ঘুরতে আসবেন খেয়াল করবেন যাতে আপনার দ্বারা পার্কটি ময়লা না হয়। আমরা যেখানেই যাই পরিবেশ পরিষ্কার রাখার ব্যাপারে সবসময় সচেতন থাকি।

বিঃদ্রঃ এই পোস্টের কোনো ছবিই এডিট করা না.

সামান্য আপডেট

যারা কুমিল্লার বাইরে থেকে আসবেন সঙ্গে খাবার নিয়ে অাসার চেষ্টা করবেন।পার্কের রেস্টুরেন্ট এবং রিসোর্ট এখনও চালু হয়নি। তাই খাবারের জন্য কষ্ট পাবেন। অাশে পাশেও তেমন ভালো কোন খাবারের দোকান নেই। তবে কোটবাড়িতে ভালো কিছু রেস্টুরেন্ট আছে ইচ্ছা হলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...