একটি ফ্রিজের বিজ্ঞাপনে সম্প্রতি জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন এ সময়ের নাট্য অভিনেতা হিমে হাফিজ। জিঙ্গেল নিভর এ বিজ্ঞাপনে হিমে হাফিজ একজন ক্রেতা। মৌকে দেখা যায় পণ্যটির উপস্থাপক হিসেবে। ভিন্ন ভিন্ন সাজে ভিন্ন ভিন্ন রূপে মৌ পণ্যটির গুণাগুণ ক্রেতাদের কাছে উপস্থাপন করেন। ক্রেতারাও তার কথায় সন্তুষ্ট হয়ে পণ্যটি কিনে খুশি মনে বাড়ি ফিরে যায়। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এরইমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এ বিজ্ঞাপনের প্রচার শুরু হয়েছে এটি। মৌ বলেন, এই বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকে দর্শক সাড়া পাচ্ছি।
হিমে হাফিজ সহশিল্পী হিসেবে বেশ মানানসই। তার সঙ্গে বিজ্ঞাপনে এটাই আমার প্রথম কাজ। নতুন বিজ্ঞাপনে মৌয়ের সঙ্গে কাজ করা প্রসঙ্গে হিমে হাফিজ বলেন, স্বাভাবিকভাবেই মৌ আপুর সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দের। কাজের প্রস্তাবটি পাবার পর থেকে ভালো লাগছিল। আর কাজ করেও বেশ ভালো লেগেছে।
দারুণ মানসিকতার, অসাধারণ সহযোগিতাপরায়ণ শিল্পী তিনি। কাজটা আমরা অনেক পরিশ্রম করে করেছি। শুটিংয়ের আগে দুদিন সেট রিহার্সাল করেছি। কাজটি সকলে বেশ প্রশংসা করছে এখন।