ঢাকা, ১৬ আগস্ট (ইউএনবি)- পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খেয়ে বৃহস্পতিবার মস্কোর কাছে একটি ভুট্টার ক্ষেতে জরুরি অবতরণ করেছে রাশিয়ার যাত্রীবাহী বিমান।দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় ২৩জন যাত্রী আহত হয়েছে। বিমানটি ইঞ্জিন বন্ধ অবস্থায় অবতরণ করেছে এবং নামার সময় বিমানের চাকাগুলো খোলেনি। খবর বিবিসি বাংলা।
ইউরাল এয়ারলাইনসের ৩২১ এয়ারবাসটি ক্রাইমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের অল্পক্ষণের মধ্যেই এক ঝাঁক চিলের সাথে ধাক্কা খায়। এর ফলে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়।রুশ ওই বিমানে ২৩৩ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমান পাখিগুলোকে ধাক্কা মারার পর বিমানের ইঞ্জিন সেগুলোকে ভেতরে টেনে নেয়। বিমান চালক সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বিমান পরিবহন সংস্থা রোজাভিয়াৎসিয়া বলছে, বিমানটি ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ভুট্টা ক্ষেতে নেমেছে। বিমানের ইঞ্জিন কাজ করছিল না এবং চাকাও গুটানো ছিল।
ভুট্টা ক্ষেতে বিমানটিকে জরুরি অবতরণ করার জন্য বিমানের পাইলটের প্রশংসা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অবতরণকে ‘রামেনস্কে অলৌকিক অবতরণ’ বলে বর্ণনা করেছে।এ ঘটনার পর যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়, কিছু যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় এবং বাকিদের আবার বিমানবন্দরে ফেরত নেয়ার ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি জরুরি অবতরণের পর যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজন শিশু আছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর, কয়েকজন সামান্য আহত হয়েছেন।বিমান চলাচলের ক্ষেত্রে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ একটা সাধারণ সমস্যা। আমেরিকায় বছরে কয়েক হাজার এ ধরনের ঘটনার খবর পাওয়া যায়। তবে পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা বা বিমানের ক্ষতির ঘটনা প্রায় বিরল।