সিলেটের ওসমানীনগরে অন্যত্র প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বদরুল মিয়া (২২) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বদরুল মিয়ার নানার বাড়ির বসতঘর থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।বদরুল মিয়া উপজেলার উত্তর কালনীরচরের নুরুজ্জামানের ছেলে।
ওসমানীনগর থানার এসআই সাইফুল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রেমের কারণেই আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”
স্থানীয় সূত্র জানায়, উত্তর কালনীরচর গ্রামের সুহেল মিয়ার বাড়িতে কাজ করতেন বদরুল। এক আত্মীয়ের মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ছিল তার প্রেমিকার বিয়ে। প্রেমিকার অন্যত্র বিয়ের বিষয়টি মেনে নিতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।