Home জাতীয় বস্তির প্রতিটি ঘর ১৫০০-১৮০০ টাকায় ভাড়া দেওয়া হতো

বস্তির প্রতিটি ঘর ১৫০০-১৮০০ টাকায় ভাড়া দেওয়া হতো

বস্তির প্রতিটি ঘর ১৫০০-১৮০০ টাকায় ভাড়া দেওয়া হতো
বস্তির প্রতিটি ঘর ১৫০০-১৮০০ টাকায় ভাড়া দেওয়া হতো

ঢাকা:রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় আগুন লাগা বস্তির প্রতিটি ঘর ১৫০০ থেকে ১৮০০ টাকায় ভাড়া দেওয়া হতো বলে জানিয়েছেন এক বাসিন্দা।

আবুল হোসেন নামের ওই বাসিন্দা জানান, ঝিলপাড় বস্তির উত্তরপাশে কমো গার্মেন্টসের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। উত্তরদিকে প্রায় ২৬০০ ঘর রয়েছে। যেগুলো পুড়ে এখন আগুন দক্ষিণ পাশে জ্বলছে। তবে দক্ষিণ পাশে ঘরের সংখ্যা জানাতে পারেননি তিনি।

ফরিদ সাহেবের ঘর থেকে আগুনের সূত্রপাত দাবি করে তিনি বলেন, আগুনে তার নিজের ৯টি রুম পুড়ে গেছে। আগুন লাগার পর যে যার মতো দৌড়াদৌড়ি করে বের হয়ে গেছেন। এখনো কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।

তানিয়া নামে এক বাসিন্দার ১৫টি ঘর ছিলো দাবি করে আবুল হোসেন বলেন, আগুন লাগলে সবাই বের হইয়া গেছি। কিছু নিয়া বের হইতে পারি নাই। সব পুইড়া গেছে।

আরেক বাসিন্দা জাহানারা বলেন, ঈদ উপলক্ষে কিছু মানুষ বাড়ি গেলেও বেশিরভাগ মানুষ বস্তিতেই ছিলো। উত্তর দিক থেকে আগুন লেগে আস্তে আস্তে দক্ষিণ পাশে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লাগা বস্তির আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক ১২ ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতায় তা একে একে বেড়ে ২০ ইউনিটে পৌঁছায়। এ রিপোর্ট লেখার সময়ও আগুন নিয়্ন্ত্রণের কোনো তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

মাইক্রোবাসে গৃহবধূকে রাতভর ধর্ষণ

দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে মাইক্রোবাসে রাতভর এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ধর্ষক ও তাদের দুজন সহযোগীকে গ্রেপ্তার...

বোয়িং৩০ হাজার কর্মী ছাটাই করবে

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: ৩০ হাজার কর্মী ছাটাইয়ের কথা জানিয়েছে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং। বছরের শেষ অংশেও বড় ধরণের ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ফলে ব্যয় কমাতে...

ঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্ট

দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্ট  পরিস্থিতি ভালো হলে, ডি-এইট মিটিংয়ে যোগ দিতে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট । বুধবার সকালে রাষ্ট্রীয়...

আবারো আমদানী রপ্তানী কার্যক্রম চালু

দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক:  দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আবারো আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয়েছে। বুধবার দুপুর...

তুলার গুদামে অগ্নিকাণ্ড

দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক:  ট্টগ্রামে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আশেপাশে...