Home খেলা লঙ্কানদের ঘূর্ণির সামনে কিউইদের ভরসা ওয়াটলিং

লঙ্কানদের ঘূর্ণির সামনে কিউইদের ভরসা ওয়াটলিং

লঙ্কানদের ঘূর্ণির সামনে কিউইদের ভরসা ওয়াটলিং
লঙ্কানদের ঘূর্ণির সামনে কিউইদের ভরসা ওয়াটলিং

দ্বিতীয় দিনে গল টেস্ট জমিয়ে তুলেছিলেন সুরঙ্গা লাকমল ও অ্যাজাজ প্যাটেল। তৃতীয় দিনও রোমাঞ্চ ছড়ালো শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে এসে ১৭৭ রানের লিড নিয়ে দিন শেষ করেছে কিউইরা। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে ড্রেসিংরুমে ফিরে দু’দল। তার আগে অবশ্য নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নিয়েছেন লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। টপ-অর্ডারদের ব্যর্থতার দিনে কিউইদের রক্ষা করেছেন বিজে ওয়াটলিং। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দৃঢ়তায় ৭ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করেছে সফরকারী দল।

শুক্রবার (১৬ আগস্ট) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার জিৎ রাভালকে (৪) হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের (৪) ব্যাট জ্বলে ওঠেনি এবারও। দলীয় ২০ রানে এম্বুলদেনিয়ার বলে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ক্যাচ দিয়ে বসেন কুশল পেরেরাকে। কিউইরা ধাক্কাটা সামাল দেওয়ার আগে এম্বুলদেনিয়া বিদায় করে দেন অভিজ্ঞ রস টেইলরকে (৩)।  এরপর অবশ্য চাপ সামালনোর চেষ্টা করেন ওপেনার টম লাথাম ও হেনরি নিকলস। তবে লাথামের (৪৫) ফিফটি কেড়ে নেন আকিলা ধনাঞ্জয়া। দলীয় ৯৮ রানে পঞ্চম উইকেট হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভার বলে ফেরেন নিকলসও (২৬)। লঙ্কানদের ঘূর্ণির সামনে প্রতিরোধটা করেন ওয়াটলিং। মিচেল স্যান্টনার (১২) ও টিম সাউদির (২৩) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে নিউজিল্যান্ডকে ডুবতে দেননি তিনি। লিডটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন শুরু করবেন ওয়াটলিং (৬৩) ও উইলিয়াম সামারভিল (৫)।

পেসাররা সুবিধা করতে না পারলেও লঙ্কানদের তিন স্পিনারই নিয়েছেন কিউইদের সাত উইকেট। চারটি নিয়েছেন এম্বুলদেনিয়া। দুই উইকেট নিয়েছেন ডি সিলভা। আকিলা ধনাঞ্জয়ার শিকার একটি।

এর আগে ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করা লঙ্কাবাহিনী তৃতীয় দিনে এসে লিড নেয় ১৮ রানের। নিরোশান ডিকভেলা (৬১) ও লাকমলের (৪০) রানের সুবাদে স্বাগতিকরা প্রথম ইনিংসে থামে ২৬৭ রানে। ৭ উইকেটে ২২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ২৪৯ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...