Home দেশ আমার থেমে নেই ফুড ডেলিভারিম্যানদের সেবা এই সংকটের কালেও

থেমে নেই ফুড ডেলিভারিম্যানদের সেবা এই সংকটের কালেও

দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন এই সময়ে সবাই বন্দিঘরে, কিন্তু এর মধ্যেও খোকনের প্রতিটি দিন কাটে চরম ব্যস্ততায়। হঠাৎ করে থমকে যাওয়া ব্যস্ত শহুরে জীবনযাত্রাকে সচল ও নিরাপদ রাখার লক্ষ্যে সে প্রতিদিনই পৌঁছে যায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

মফস্বল থেকে কলেজ পাশ করে ঢাকায় স্নাতক করতে এসেছে খোকন। বাড়িতে তার মা আর বড় ভাই আছে। ঢাকায় এসে ফুডপ্যান্ডা’য় পার্ট-টাইম কাজ করে নিজের খরচ নিজেই চালায় সে। ফুডপ্যান্ডা মূলত নাগরিকদের সুবিধার্থে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে পছন্দের খাবার সবার দোরগোড়ায় পৌঁছানোর সেবা দেওয়া একটি ব্র্যান্ড। আর ডেলিভারিম্যান হিসেবে গ্রাহকের পছন্দ অনুযায়ী খাবার তার ঠিকানায় পৌঁছে দেওয়াই খোকনের কাজ।

কোভিড-১৯-এর কারণে ক্লাস বন্ধ থাকায় এখন খোকন ফুল-টাইম ফুড ডেলিভারির কাজ করে যাচ্ছে। আর তাই তার পরিবারের লোকজন সারাক্ষণই তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। খোকন বারবারই সবাইকে আশ্বস্ত করে বলে নিশ্চিন্তে থাকতে, সে সব নিয়ম-কানুন মেনেই চলছে। আর এই সময়টায় সে যতটা পারে মানুষকে সাহায্য করতে চায়।

মহামারীর এই প্রকোপকালে সব ভয়কে জয় করে, নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্যও সর্বোচ্চ সতর্কতার সাথে নিয়মিত মানসম্মত খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছেন খোকনের মতো এমন অসংখ্য ডেলিভারিম্যান। লকডাউনে দেশ যখন অচল প্রায়, তখনও সচলভাবে দায়িত্ব পালন করে চলেছেন তারা।

নিজের ও পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে দেশ জুড়ে মানুষ যখন প্রায় তিন মাস ধরে যার যার ঘরে বন্দি, খাবারের ব্যাপারে তাদের চিন্তা-দুশ্চিন্তা কমিয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছে সাধারণ পোশাকে অসাধারণ কাজ করা এই মানুষগুলো।

বাসায় বসে অফিসের কাজের চাপে রান্না করার সময় পান না অনেকেই, বাইরে বের না হতে পারার কারণে খাবারের রসদও শেষ হয়ে যেতে পারে। এছাড়াও অনেকদিন পছন্দের রেস্টুরেন্টের খাবার না খেয়ে নতুন কোনো খাবার চেখে দেখার ইচ্ছেটাও দেখা দেয় প্রায়ই। কারণ যেটাই হোক, ফুডপ্যান্ডার মাধ্যমে অনলাইনে খুব সহজেই পছন্দসই খাবার অর্ডার করে সবাই থাকছেন নিশ্চিন্ত। নিরাপত্তা নিশ্চিত করে, পছন্দের খাবার সুরক্ষিত রেখে প্রতিদিন সময়মতো অন্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই রাইডাররাও তাই এই সময়ের নতুন যুদ্ধটির একেকজন অসমসাহসী সম্মুখযোদ্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...