ইবি প্রতিনিধিঃ বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তরুণ উদোক্তাদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে ‘ক্যাম্পাসিয়ান অন্ট্রোপ্রিনউর এসোসিয়েশন’ যাত্রা শুরু করেছে।
শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহিনুর রহমান পাশা এবং সাধারণ সম্পাদক তুবা তুনাজ্জিনা রিদিতা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইবিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে আবু ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে রুমি নোমান মনোনিত হয়েছেন। আবু ইউসুফ ও রুমি নোমান দুই জন ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি তাসকিন হাবিব আকাশ, ফেরদৌসী বিনতে আ. মান্নান, ইদ্রিস আলী ও তুষার মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হােসাইন, জমির উদ্দিন ও আ. আলিম। সাংঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, নূর চৌধুরী, সাদিয়া সুলতানা।
এছাড়া অর্থ সম্পাদক ফজলুল করিম শাকিল, সহ অর্থ সম্পাদক সালসাবিল আলাইকা, সাংস্কৃতিক সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, উপ সংস্কৃতিক সম্পাদক সানজিদা আহমেদ, দপ্তর সম্পাদক আরশী আঁখি এবং উপ দপ্তর সম্পাদক আল-আমিন ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া আলম রিমি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আরিফ আরমান, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, গবেষণা সম্পাদক মনিসা ইসলাম সােভা, উপ-গবেষণা সম্পাদক মেহেদি হাসান এবং উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক আল-আমিন ইসলাম।
এ বিষয়ে সংগঠনটির ইবি শাখার নব্য সভাপতি আবু ইউসুফ বলেন, “বেকারমুক্ত একটা সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করাই আমাদের উদ্দেশ্য।”
উল্লেখ্য যে, শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়তে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত ২৯ জন শিক্ষার্থীকে নিয়ে গত ১০ সেপ্টেম্বর সংগঠনটি কেন্দ্রীয় ভাবে যাত্রা শুরু করে।