দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নকলা উপজেলায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। ঘটনাস্থলে পৌঁছার আগেই ছেলে পক্ষ পালিয়ে গেলেও, উপস্থিত মেয়ে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। তাছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে কোথাও বিয়ে দিবেন না মর্মে মেয়ের বাবাসহ অভিভাবকদের কাছে মুচলেকা নেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর আওতায় এ বাল্যবিবাহ বন্ধ করা হয়। প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বর পক্ষ পালিয়ে যাওয়ায় ছেলের বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এটুকু জানা গেছে যে, বিয়ে করতে আসা বর একজন সেনাসদস্য এবং তার বাড়ি পাশের জেলার নরুন্দী বাজারে। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া লাল ভানু (ছদ্দনাম) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের লাল মিয়ার (ছদ্দনাম) মেয়ে এবং স্থানীয় এক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।